নোয়াখালীতে বিএনপির ১ হাজার ৭৮৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৯

প্রথম আলো নোয়াখালী সদর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১৪:৫৯

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের কার্যালয়ের হামলা চেষ্টার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির সহযোগী সংগঠনের ১ হাজার ৭৮৮ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে।


এর মধ্যে দুটি মামলা করেছে পুলিশ। আর একটি মামলা করেছেন আওয়ামী লীগের এক কর্মী। গতকাল মঙ্গলবার রাতে সুধারাম থানায় মামলা তিনটি করা হয়। তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২৯ জনকে।


আজ বুধবার সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন আওয়ামী লীগের সদস্য মো. হেলাল। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই দিন বিকেলে জেলা জামে মসজিদ মোড় ও পৌর বাজার এলাকায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণে ঘটনায় তিনি (ওসি) বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও