You have reached your daily news limit

Please log in to continue


একই জায়গায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একই জায়গায় আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ঢাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়ন বিএনপি স্থানীয় বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৩টায় কর্মী সমাবেশ ডাকে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের।

অপরদিকে একই স্কুল মাঠে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে সমাবেশ ডাকা হয়। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন