ব্যক্তিগত অস্ত্র আমদানিতে মাশুল গুনতে হবে ২৫ হাজার টাকা

প্রথম আলো বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১২:০৫

ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আমদানির অনুমতি নেওয়ার জন্য এখন ২৫ হাজার টাকা মাশুল দিতে হবে। এই অনুমতির মেয়াদ হবে এক বছর। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে এই অনুমতি নিতে হয়। এত দিন ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আমদানিতে মাশুল ছিল না। এ ছাড়া ওই দপ্তরের বিভিন্ন পরিষেবার বিদ্যমান মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে আমদানিকারক ও রপ্তানিকারকদের খরচ বাড়ল। বাণিজ্যিক ও শিল্প আইআরসি নিবন্ধন ও নবায়ন; বিভিন্ন ধরনের রপ্তানি সনদ; ফরমালিন উৎপাদন, আমদানি, মজুত ও বিক্রয় লাইসেন্স মাশুল বাড়ানো হয়েছে।


এ ছাড়া সারচার্জসহ নতুন কিছু সেবায় মাশুল আরোপ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন মাশুল কার্যকর হবে। গত ২১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।


বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশ অনুযায়ী, আমদানিকারকের আমদানি সীমা ৫ কোটি টাকার বেশি হলে নিবন্ধন ফি ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দিতে হবে। একইভাবে নবায়নের জন্য ২৪ হাজার থেকে ৩২ হাজার টাকা দিতে হবে। অন্য ক্ষেত্রে নিবন্ধন ও নবায়ন ফি আগের মতোই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও