You have reached your daily news limit

Please log in to continue


মজুরির দাবিতে বিক্ষোভ, বিদেশি শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার

মজুরির দাবিতে প্রতিবাদ করায় অভিবাসী শ্রমিকদের ফেরত পাঠাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ আগস্ট আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের বাইরে অন্তুত ৬০ জন শ্রমিক সমাবেশ করেছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে; তবে সে সংখ্যাটি ঠিক কত, তা নিশ্চিভাবে জানা যায়নি। 

প্রতিবেদন অনুযায়ী, এই শ্রমিকদের অনেককেই ৭ মাস ধরে বেতন দেওয়া হয়নি। 

কাতার সরকার বলছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা দেশের  'নিরাপত্তা আইন লঙ্ঘন' করেছে।

২০১০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে কাতারে বিভিন্ন স্টেডিয়াম  ও অবকাঠামো নির্মাণ বেড়ে যায়। আর এসব করতে গিয়ে মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটির অভিবাসী শ্রমিকদের সঙ্গে করা আচরণ প্রশ্নবিদ্ধ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন