এক্সচেঞ্জ হাউজগুলোতে কমছে না ডলারের দাম
এক্সচেঞ্জ হাউজগুলো আগের মতো রেমিট্যান্সের ডলারের জন্য বেশি দাম চাইলেও বেশিরভাগ ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের শাস্তি এড়াতে এত দাম দিয়ে হাউজগুলো থেকে ডলার কিনতে চাইছে না।
ব্যাংকগুলোর কাছে এখনও ১১০ টাকার বেশি দর হাঁকছে মানি এক্সচেঞ্জ হাউজগুলো। তাদের যুক্তি বেশি দামে ডলার সংগ্রহ করতে হচ্ছে, তাই বিক্রির ক্ষেত্রেও দাম বেশি।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, মানিগ্রাম ১০৩.৯৫ টাকা, স্মল ওয়ার্ল্ড ১০৯.৪১ টাকা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন ১০৮.৭৩ টাকা দিয়ে প্রবাসীদের কাছে থেকে রেমিট্যান্সের ডলার কিনছে।
এছাড়া, ব্যাংকগুলো মঙ্গলবার আমদানির জন্য এলসি সেটেলমেন্ট বা নিষ্পত্তি করেছে ১০৫ থেকে ১০৬ টাকা দরে। এক্সপোর্ট পেমেন্ট এনক্যাশের ক্ষেত্রে রপ্তানিকারকরাও ১০৪ টাকার মতো দাম পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক আগের মতোই ৯৫ টাকা দরে ডলার বিক্রি করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এই দামে ৭০ মিলিয়ন ডলার বিক্রি করেছে ব্যাংকগুলোর কাছে।