হাইপোটেনশন পুষ্টিকর খাবারের অভাবের ফল নয়তো?
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১০:৫৯
সাধারণত রক্তের চাপ বা ব্লাড প্রেশার ৯০/৬০ মিমি/পারদের নিচে থাকাকে হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ বলি আমরা। তবে আপনার রক্তের চাপ বা ব্লাড প্রেসার কত পাওয়া যাবে তা অনেকটাই নির্ভর করে আপনার শারীরিক কাঠামো, খাদ্যাভ্যাস, লাইফ স্টাইল, মানসিক চাপ, কোন সময় প্রেশার মাপা হচ্ছে, কোন পজিশনে প্রেশার মাপা হচ্ছে, কোনো ওষুধ খাচ্ছেন কি না প্রভৃতির ওপর। হাইপোটেনশনের কারণে শরীরের অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, যা হার্ট ও ব্রেনের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত মাত্রার হাইপোটেনশনের কারণে রোগী কখনো কখনো ‘শক’-এও চলে যায়।
হাইপোটেনশনের লক্ষণ
- চোখে ঝাপসা বা অন্ধকার দেখা
- মাথা ঘোরা
- হালকা মাথা ব্যথা
- দুর্বলতা, ক্লান্তি বোধ হওয়া
- খুব বেশি তৃষ্ণা অনুভূত হওয়া
- বমি ভাব
- বসা থেকে উঠলে মাথা ঘোরানো