‘খেলা’ শুরু, তবে মাঠে নয়, প্রতিপক্ষের বাড়িঘরে

প্রথম আলো প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১০:৪৩

আওয়ামী লীগের নেতারা বিএনপিকে লক্ষ্য করে বলেছিলেন, ‘খেলা হবে।’ কয়েক দিন না যেতেই ‘খেলা’ শুরু হয়ে গেছে।


এত দিন আমরা জানতাম রাজনীতির খেলাটা মাঠেই হয়। সরকারি ও বিরোধী দল নিজেদের শক্তি ও জনপ্রিয়তা প্রমাণ করতে বড় বড় জনসভা করে। জনসভা থেকে প্রতিপক্ষের দোষত্রুটি তুলে ধরার পাশাপাশি নিজেদের কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করা হয়।


কিন্তু এবার দেখছি, খেলাটা মাঠে হচ্ছে না। খেলাটা হচ্ছে প্রতিপক্ষের বাড়িতে, অফিসে অথবা যেখানে তারা পারছে।


নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুই দলীয় কর্মীকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু সেই কর্মসূচি পালনের সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরীর লক্ষ্মীপুরের পুরোনো গোহাটা এলাকার বাসায় গত সোমবার হামলা চালানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও