সিরামিকের যেসব ডিনার সেট, ফুলদানি ও অন্যান্য তৈজসপত্র নতুন কিনেছেন, সেগুলোর যত্ন প্রথম থেকেই নেওয়া প্রয়োজন। পুরোনোগুলোরও চাই যত্ন। নয়তো দাম দিয়ে কেনা এই পণ্যগুলো অল্পদিনেই ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। এমনকি ভেঙেও যেতে পারে।
নিয়মিত ব্যবহার করলে অনেক সময় চায়ের কাপ-পিরিচ, প্লেট, মগ, বাটি ঠিকমতো পরিস্কার করা হয় না। প্রতিদিন পানি দিয়ে ভালোভাবে ধুলেও তাতে চারপাশে এক প্রকার লালচে ও বাদামি রঙের দাগ দেখা যায়। প্রথমদিকে ভালোভাবে পরিস্কার না করলে এক পর্যায়ে তা আর সহজে তোলা যায় না। তাই সিরামিকের পণ্য ব্যবহারে শুরু থেকেই খুব যত্নশীল হতে হবে।