আগামী বছর প্লেস্টেশন ভিআর২ হেডসেট আনবে সনি

বণিক বার্তা প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০৮:৫৭

আগামী বছরের শুরুতে প্লেস্টেশন ভিআর২ গেমিং হেডসেট বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। তবে ডিভাইসটি বাজারজাতের সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। প্রযুক্তিবিদদের ধারণা, সামনের মাসগুলোয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো বিস্তারিত জানানো হবে। খবর গিজমোচায়না।


ইনস্টাগ্রাম ও টুইটারের অফিশিয়াল অ্যাকাউন্টে এক মেসেজের মাধ্যমে নতুন প্লেস্টেশন ভিআর২ হেডসেট বাজারজাতের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। নাম অনুযায়ী বর্তমানে বাজারে থাকা প্লেস্টেশন ভিআরের সাকসেসর হিসেবে নতুন ভার্সনটি আনা হবে। সনির পক্ষ থেকে এরই মধ্যে আসন্ন ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।


সনির প্লেস্টেশন ভিআর২ প্লেস্টেশন ৫ কনসোলের মতো একই ধরনের রঙ নিয়ে আসবে। পাশাপাশি প্রথম ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসে যে হেডব্যান্ড ডিভাইস ছিল নতুন ভার্সনেও একই ডিজাইন থাকবে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন হেডসেটে অভিনব ভাইব্রেটিং ফিডব্যাক ফিচার ও উন্নত হেপটিক ফিডব্যাক নিয়ন্ত্রণের সুবিধা থাকবে। এতে আই ট্র্যাকিং, ১১০ ডিগ্রির ফিল্ড অব ভিউ ও ফোভিয়েটেড রেন্ডারিং প্রযুক্তিও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও