You have reached your daily news limit

Please log in to continue


অভিনয় কষ্টসাধ্য, তবে অসম্ভব না

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘সংসার আনলিমিটেড’। আবু হায়াত মাহমুদ পরিচালিত চরকি ফ্লিকে অভিনয় করেছেন ইরেশ যাকের। এটিসহ অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে

কিন্তু আর্টিস্ট কমিউনিটিতে আপনার তো যোগাযোগ আছে?

আছে, কিন্তু ওই রকমভাবে নেই। আমি সোশ্যাল মিডিয়ায়ও অতটা অ্যাকটিভ না। তাহলে হয়তো পোস্ট দিলে মানুষ জানত। জেনুইনলি এমন হতে পারে, আমার কাজ কারও ভালো লাগেনি। কেউ তো ফোন করে বলে না যে তোমার কাজ ভালো বা খারাপ হয়েছে।

পরিবার কী বলে?

মা তো বরাবরই পছন্দ করে। মিমের (ইরেশের স্ত্রী মিম রশিদ) এখনো দেখা হয়নি। মা সবই দেখে। অভিনয় খুব ভালো লেগেছে বলেছে। আমার বোন বিদেশে চলে গেছে, নানি মারা গেছে কয়েক দিন আগে তো—সবকিছু মিলে একটা অন্য রকম অবস্থার মধ্যে মা আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন