কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারী নির্যাতন মামলার অর্ধেকই ধর্ষণের

প্রথম আলো পুলিশ সদর দপ্তর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০৮:১১

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রায় অর্ধেক ধর্ষণের। পাঁচ বছর ধরে ধর্ষণের মামলার হার বেড়েই চলছে। আইনের যথাযথ প্রয়োগের অভাব, বিচারপ্রক্রিয়ার দুর্বলতা, দীর্ঘসূত্র এবং দোষীদের বিচার না হওয়ার সংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।


পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে, এ বছরের জুলাই পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ৭ হাজার ৩৫০টি মামলা হয়েছে। এর মধ্যে ধর্ষণের মামলা ৩ হাজার ৫২৩টি।


এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ধর্ষণ একটি সামাজিক সমস্যা। এর পেছনে অনেক কারণ রয়েছে। ধর্ষণ প্রতিরোধে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। পুলিশ অবহেলা করলে আমরা তাদেরও ছাড়ি না। আমি মনে করি, সমাজ এগিয়ে না এলে ধর্ষণ শতভাগ প্রতিরোধ করা সম্ভব নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও