![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F08%2F23%2Funnamed-1-8c28842e41da15b0a1587408be1f30f8.jpg%3Fjadewits_media_id%3D808679)
আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ
ভারতের আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই ব্যান্ডউইথ কিনবে আসাম রাজ্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান আসাম ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও ভারতের একটি প্রতিনিধিদলের মধ্যে মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর দফতরে এক বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রফতানির নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী নভেম্বরের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে।
মেঘালয় রাজ্য সরকারের যুগ্ম-সচিব (আইটি) কুমবামুট লাং ননগরি এই বৈঠকে আসামের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।