২২৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রবির বিরুদ্ধে সাবেক এমডির মামলা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১৯:২৪
'অন্যায়ভাবে বরখাস্তের জন্য' অবসরকালীন সুবিধা ও ক্ষতিপূরণ বাবদ ২২৭ কোটি টাকা চেয়ে রবি আজিয়াটা লিমিটেড, এর বোর্ড চেয়ারম্যান এবং সাবেক গ্রুপ সিইওর বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
তার আইনজীবী হাসান এমএস আজিম এক বিবৃতিতে জানান, গতকাল ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মাহতাব উদ্দিন আহমেদ এ মামলা করেন।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ২ আগস্ট মাহতাব উদ্দিন আহমেদ রবি কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। যা ওই বছরের ৩১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
এর ৩ দিন পর ৫ আগস্ট রবির পরিচালনা পর্ষদ একটি চিঠির মাধ্যমে তার পদত্যাগপত্র নিঃশর্তভাবে গ্রহণের কথা জানায়।