আর্থিক প্রতিষ্ঠান খোলা ৯টা-৪টা

জাগো নিউজ ২৪ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১৮:৫৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের ব্যাংক খাতেও লেনদেন ও লেনদেন-পরবর্তী কার্যক্রমে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন এসেছে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যসূচিতেও। মঙ্গলবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পৃথক সময়সূচি দেওয়ায় এ নিয়ে প্রশ্ন ওঠেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে এরইমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করছেন। গতকাল সোমবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী কার্যক্রম বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করে অফিস ত্যাগ করতে বলা হয় ওই নির্দেশনায়। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এখন থেকে সকল আর্থিক প্রতিষ্ঠান রোববার হতে বৃহস্পতিবার চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও