You have reached your daily news limit

Please log in to continue


এই ১৫ সামাজিক উপদেশ জেনে রাখুন

সামাজিক জীব হিসেবে আমাদের কিছু নিয়মরীতি মেনে চলতে হয়। তাতে সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখা অনেকটাই সহজ হয়ে যায়। উইনার স্পিরিট ১৫টি অলিখিত সামাজিক নিয়মের কথা জানিয়েছে। আপনারাও যা কাজে লাগতে পারেন। এগুলোর অনেকগুলোই আসলে ‘কমনসেন্স’। তবু চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

১. কেউ যদি আপনার ফোনকল রিসিভ না করে তবে খুব জরুরি কারণ ছাড়া তাঁকে দুবারের বেশি কল করবেন না। খুব জরুরি কারণ হলে একটা বার্তা পাঠিয়ে রাখতে পারেন। যাঁকে ফোন করছেন তিনি ঘুমিয়ে থাকতে পারেন, অসুস্থ থাকতে পারেন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে পারেন।

২. পারতপক্ষে কারও কাছ থেকে টাকা ধার করবেন না। নিতান্তই যদি কারও থেকে টাকা ধার নেন, তবে সেটা তিনি চাওয়ার আগেই পরিশোধ করুন।

৩. যখন কেউ আপনাকে বাইরে খাওয়ান, তখন মেনু থেকে দামি খাবার অর্ডার করবেন না। আপনিও পরবর্তী সময় তাঁকে একদিন খাওয়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন