এশিয়া কাপে কোচ শংকটে ভারত!

ডেইলি বাংলাদেশ ভারত প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১৬:৩৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় এক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে এশিয়া কাপে তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানা গেছে। 


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ দ্রাবিড়ের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। দ্রাবিরের ব্যাপারে বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এ অবস্থায় এশিয়া কাপের আগ মূহুর্তে কোচ শংকটে পড়লো ভারত। ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসর শুরুর পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান।


মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ভারতের সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে কোহলি-রোহিতদের মতো দলের সঙ্গে ছিলেন না কোচ দ্রাবিড়ও। তার স্থানে ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়েতে দলের দায়িত্বে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও