You have reached your daily news limit

Please log in to continue


বাংলা টাইগার্সের হেড কোচ হলেন আফতাব

আমিরাতের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ হলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

এর আগে ২০১৯ সালে বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিলো দলটি। এ বিষয়ে আফতাব আহমেদ বলেন, 'ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিলো, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।'

৩৬ পেরুনো আফতাব বেশ আগেভাগেই খেলা ছেড়ে মন দিন কোচিংয়ে। দেশের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে সুনামও অর্জন করেছেন চট্টগ্রামের এই তারকা। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের কোচিং করান তিনি। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন আফতাব।

জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আফতাব আহমেদ খেলেছেন ৮৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, খেলেছেন ১৬টি টেস্ট ও ১১টি টি-২০।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন