স্টেইনলেস-স্টিলের সিংক চকচকে রাখার উপায়
স্টেইনলেস-স্টিলের সিংক ব্যবহারের ফলে অনেক সময় দেখবেন সাদা সাদা দাগ পড়েছে। আবার কালচেও হয়ে যায়। দেখলে মনে হয়, অনেক দিনের ময়লা জমে আছে। অনেক সময় রং উঠে এমন হয়।
স্টেইনলেস-স্টিলের সিংক চকচকে করার কয়েকটি উপায় জেনে নেওয়া যাক।
১. ম্যাজিক ইরেজার ব্যবহার করতে পারেন। ম্যাজিক ইরেজার হলো এক ধরনের স্পঞ্জ। এটিকে বলে 'মেলামাইন ফোম ক্লিনার ম্যাজিক স্পঞ্জ'। যেকোনো সুপার শপ বা অনলাইন শপে পেয়ে যাবেন এ ধরনের স্পঞ্জ। শুধু পানি দিয়ে ঘষে তুলে ফেলুন সিংকের ময়লা। সাদা দাগ যেখানে আছে সেই বরাবর ঘষুন, যাতে করে দাগ মিশে যায়।
২. আরেকটি উপায় হলো নেইলপলিশ রিমুভার। এটি সাদা হয়ে যাওয়া জায়গায় দিয়ে হালকা ঘষে নিন, তারপর ধুয়ে ফেলুন।
৩. সিংকের সাদা দাগ তুলতে ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন।
৪. ফ্লোর চকচকে করার জন্য কিছু ক্লিনার পাওয়া যায়। যে ক্লিনারগুলো দিয়ে ফ্লোর পরিষ্কার করার পর পানি শুকিয়ে গিয়ে পলিমারের একটা পাতলা আবরণ ফেলে। ফলে ফ্লোর চকচকে দেখায়। তবে সাবধান! সিংকে বারবার এটি ব্যবহার করলে এবং ব্যবহারের পর পানি দিয়ে না ধুয়ে ফেললে স্থায়ী দাগ বসিয়ে দেবে।
৫. যেকোনো ধরনের পরিষ্কারের পণ্য সিংকে ব্যবহারের আগে পণ্যের গায়ে লেখা পড়ে নিন। ক্লোরিন ব্লিচ বা ক্ষার বা অ্যালকালাইন থাকলে সিংকে ব্যবহার করবেন না।
৬. স্টেইনলেস-স্টিলের সিংক পরিষ্কার করতে তারের মাজুনি ব্যবহার না করাই ভালো। এতে রং উঠে দাগ বসে যায়। সিংক ধুয়ে পাতলা সুতির কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। তারপর কয়েক ফোঁটা অলিভ অয়েল লাগিয়ে কাপড় দিয়ে মুছে নিতে পারেন। সিংক চকচকে থাকবে।