ডিমে কারসাজিতে জড়িতদের শাস্তি চায় এফবিসিসিআই

সমকাল প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ২২:২৭

অস্বাভাবিকভাবে ডিমের দাম বৃদ্ধিতে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, গুটিকয়েক ব্যবসায়ীর অসাধু কার্যক্রমের দায়ভার পুরো ব্যবসায়ী সমাজ নেবে না।


সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুরো আলোচনাটাই গিয়ে ঠেকে ডিমের দামে। বেশিরভাগ বক্তাই ডিমের অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ডিমের আড়তদার, বড় বড় পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পোল্ট্রি শিল্পের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা একে অপরকে দায়ী করেন।



এফবিসিসিআই সভাপতি বলেন, দাম বাড়ল, তারপর সরকারের পক্ষ থেকে কথা বলার পর কমে গেল। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে বড় বা কর্পোরেট পোল্ট্রি প্রতিষ্ঠানের কারণে ডিমের দাম বেড়েছে। এ ধরনের কয়েকজন ব্যবসায়ীর কারণে সবাইকে অসাধু ব্যবসায়ীর তকমা নিতে হচ্ছে।



এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ্য করে বলেন, দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন। তিনি পোল্ট্রির খাতের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান।


তিনি বলেন, পোল্ট্রিশিল্পে খাদ্যের এখন বড় সমস্যা। দেশের ব্যবসায়ীরা নায্য মূল্য নিশ্চিত না করলে পোল্ট্রি খাদ্য আমদানির অনুমোদন দেওয়া হোক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও