You have reached your daily news limit

Please log in to continue


দুম্বার পরিত্যক্ত ঘর যাদের মাথা গোঁজার ঠাঁই

গ্রিসে অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের একটি দল অমানবিক পরিস্থিতিতে থাকেন পরিত্যক্ত এক গুদামঘরে৷

দেশটির কৃষি খামারে অনানুষ্ঠানিকভাবে কাজ করা এই প্রবাসীরা ডয়চে ভেলে ও ইনফোমাইগ্রেন্টসের সংবাদকর্মীদের কাছে তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন৷ 

একতলা ভবন৷ তাতে একাধিক কক্ষ৷ একটি কক্ষে বড়জোর দুইজনের থাকার জায়গা৷ কিন্তু সেখানেই গাদাগাদি করে থাকেন ১৪ থেকে ১৬ জন৷ একজনের থাকার বিছানায় ঘুমান তিনজন৷ এমনকি রান্নাঘরেও থাকার জন্য বিছানা পাতা আছে৷

সেখানকার বাসিন্দা মোহাম্মদ সাগর বলেন, ‘‘মূলত আমরা জেলখানায় আছি৷ এটা যদি ভাবেন যে, আমরা ইউরোপে আছি এটা ভুল করবেন৷ আপনি ভাবতে পারেন আমি ইউরোপে আছি, কিন্তু আমি জানি যে আমি জেলখানায় আছি৷ ''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন