কুপিয়ে হত্যার ৫ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৪, গুলিবিদ্ধ ১
গাজীপুরের টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যার ৫ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হন, আহত হন পুলিশের তিন সদস্য। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে দত্তপাড়া কসাইবাড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৮), এরশাদনগর এলাকার গেদু মিয়ার ছেলে মোবারক হোসেন (২২), দত্তপাড়া জহির মার্কেট এলাকার আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও দত্তপাড়া সিনিয়র মাদ্রাসা এলাকার স্বপন মিয়ার ছেলে সাকিব (২২)।
নিহত সুমন মাহমুদ পাটোয়ারি ওরফে তানন (৩৩) টঙ্গীর বড় দেওড়া ফকির মার্কেট এলাকার ফজলুল হক পাটোয়ারির ছেলে। তিনি বড়দেওড়া এলাকায় পাইকারি ডিমের ব্যবসা করতেন।
সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার রাত সাড়ে ৭টার দিকে আউচপাড়া মেরিট স্কুলের সামনে ২০-২৫ জনের একটি দল ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন মাহমুদ পাটোয়ারি ওরফে তাননকে (৩৩) হত্যা করে। আহত হন সালাউদ্দিন তুহিন (২৬) নামে অপর এক যুবক।