কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নরসিংদীতে নারী হেনস্তা মামলা: আসামি মার্জিয়ার জামিন স্থগিত

www.tbsnews.net নরসিংদী প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ২০:০১

নরসিংদী রেলস্টেশনে 'অশালীন পোশাক' পরেছে বলে এক ছাত্রীকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মার্জিয়া আক্তার শিলাকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। 


একই সঙ্গে আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে। 


আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়ে নিয়মিত বেঞ্চে পাঠান। 



আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারি অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। 


আদালতে শিলার পক্ষে শুনানি করেন আইনজীবী জহুরুল ইসলাম ও মো কামাল হোসেন। 


এর আগে, গত ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মার্জিয়া আক্তার শিলাকে ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে তাকে জামিন দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 


গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে "অশালীন পোশাক" পড়েছে বলে এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও