আফ্রিদির জায়গায় পাকিস্তান দলে হাসনাইন

প্রথম আলো প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৯:৩২

হাসান আলী, মির হামজা বা জামান খান, আলোচনায় ছিল এই নামগুলো। তবে এশিয়া কাপে শাহিন আফ্রিদির বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে মোহাম্মদ হাসনাইনকে। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে থাকা এই ডানহাতি পেসার এখন আছেন ইংল্যান্ডে। সেখান থেকে হাসনাইন পাকিস্তান দলে যোগ দেবেন দুবাইয়ে।


হাসনাইন এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, যার সর্বশেষটি গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২২ বছর বয়সী বোলার এরপর আর সুযোগ পাননি মূলত ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায়। জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গেলে হাসনাইনের অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। পরের মাসেই নিষিদ্ধ হন। এরপর বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে নিষেধাজ্ঞামুক্ত হন এ বছরের জুনে।

হাসনাইন এখন ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলছেন। ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তবে এখানেও উঠেছে অ্যাকশনে ত্রুটির অভিযোগ। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস অভিযোগ করেছেন এখনো হাসনাইনের ডেলিভারির সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।


২০১৯ সালে অভিষিক্ত এ পেসার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৭ উইকেট। যার মধ্যে ২০১৯ সালে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকও আছে। হাসনাইন ছাড়াও এবারের এশিয়া কাপের পাকিস্তানের পেস আক্রমণে আছেন আছেন হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহনেওয়াজ দাহানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও