সেচের জন্য রাত থেকে ভোর যেন বিদ্যুৎ থাকে, নির্দেশনা পল্লী বিদ্যুৎকে

বিডি নিউজ ২৪ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৭:৫৫

আমন মৌসুমে সেচের সুবিধা নিশ্চিতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।


বিদ্যুৎ সাশ্রয়ে নানা সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্তটিও আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে সভাপতিত্ব করেন।


সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “সভায় বিবিধ বিষয়ে ২/৩টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।একটা হল বিদ্যুৎ ব্যবস্থাপনাটাকে কীভাবে আরও এফেক্টিভ করা যার এর মধ্যেই।”


তিনি বলেন, “আগামী ১০ থেকে ১৫ দিন যাতে গ্রাম এলাকাতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত আনইন্টারাপটেড পাওয়ার এনশিওর করা যায়, যাতে সেচের …


“যেহেতু ওই সময়টা পিকআওয়ার না। আগে তো পিক আওয়ার ছিল ১১টা পর্যন্ত, আর এখন প্রায় ১২টা-১টা পর্যন্ত। সেজন্য এটা সমন্বয় করে বলা হয়েছে, মধ্য রাত থেকে যেন আনইন্টারাপটেড ইরিগেশন এনশিওর করা যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও