কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাপড় থেকে স্টিকারের দাগ তোলার পন্থা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৬:৪৩

খেয়াল না করেই কাপড়ে থাকা স্টিকার বা ট্যাগসহ তা ধুয়ে ফেলেছেন! আর এখন এর আঠালো দাগ, গামের সাদা রং আর আঠালো শক্তভাব বিব্রত করছে? এমন সমস্যা থেকে রয়েছে বাঁচার উপায়।


স্টিকার তুলতে অ্যাসিটোন


প্রাকৃতিক তন্তুর তৈরি কাপড়ে স্টিকারের আঠার শক্ত ও আঠালোভাব দূর করা যায় অ্যাসিটোন সমৃদ্ধ নেইলপলিশ রিমুভারের সাহায্যে। তবে এটা কেবল ব্যবহার করা যাবে নন-এসিটেট তন্তুতে, নয়তো নেইল পলিশের এসিটোন কাপড়ের রং গলিয়ে ফেলতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও