সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন

দেশ রূপান্তর প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৬:৪১

হাঁটু প্রতিস্থাপনের সার্জারি, যা হাঁটুর আর্থোপ্লাস্টি নামেও পরিচিত। যেসব রোগী গুরুতর আর্থারাইটিসে ভোগেন এবং প্রচ- ব্যথায় কষ্ট পান, দৈনন্দিন কাজকর্ম করতে সমস্য্যা হয়, তাদের জন্য ভালো উপায় হলো সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন। এই চিকিৎসায় হাঁটুর ব্যথা থেকে আরাম পাওয়া যায়। হাঁটু আগের মতো সক্রিয় হয়ে ওঠে। এই চিকিৎসা পদ্ধতিতে আপনার ঊরুর হাড়, পায়ের হাড় ও হাঁটুর হাড়ে থাকা ক্ষতিগ্রস্ত হাড় ও তরুণাস্থিকে কেটে বের করে সে জায়গায় সংকর ধাতু, উচ্চ গ্রেডের প্লাস্টিক ও পলিমার দিয়ে তৈরি কৃত্রিম অস্থিসন্ধি (প্রোস্থেসিস) বসিয়ে দেওয়া হয়। আপনার বয়স, ওজন, কাজকর্ম করার মাত্রা, হাঁটুর আকার ও আকৃতি ও সামগ্রিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের হাঁটু প্রতিস্থাপনের প্রোস্থেসিস ও সার্জিক্যালটেকনিকের মধ্য থেকে পছন্দমতো প্রোস্থেসিস ও টেকনিক বেছে নিতে পারেন।


           কেন করবেন


            আর্থারাইটিস বা বাত মানে হলো গাঁটের ব্যথা। হাড়ের প্রান্তগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাওয়ার ফলে গাঁটগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা ছোট হয়ে আসে। এভাবে হাড়ের ওপর ঘর্ষণের সৃষ্টি হয়। তখন হাড়ের গতিশীলতার পরিবর্তন হয়ে খুব ব্যথা হতে থাকে। এ অবস্থার চিকিৎসার জন্য ভালো উপায় হলো হাঁটু প্রতিস্থাপনের সার্জারি এবং এটা করালে হাঁটুরও স্বাভাবিক ক্রিয়াকলাপের ক্ষমতা ফিরে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও