নির্বাচন বর্জন করে লাভ হবে না বিএনপির
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্য বিরোধ চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগীরা মনে করে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি ও এর সহযাত্রীদের মতে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হতে হবে। এ বিরোধের মীমাংসা কী, এ প্রশ্নের উত্তরে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. হারুন-অর-রশিদ। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও রাফসান গালিব
প্রথম আলো: আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে একটি সংকট চলছে। উত্তরণের উপায় কী?
হারুন-অর-রশিদ: আমি মনে করি, নির্বাচন নিয়ে দেশে কোনো সংকট নেই। বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, যা সর্বোচ্চ আদালতের রায়ে অনেক আগেই বাতিল হয়ে গেছে। নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়ার সঙ্গে রাজনৈতিক শক্তির ভারসাম্যের একটি সম্পর্ক আছে। আশা করি, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে, সেখানে বিএনপিও থাকবে। ২০১৪ সালে বিএনপির নির্বাচন বর্জন ছিল আত্মঘাতী।