কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনৈতিক সমঝোতার উদ্যোগ প্রধানমন্ত্রীর কাছ থেকেই আসতে হবে

প্রথম আলো ড. মাহবুবউল্লাহ প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৫:১৩

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্য বিরোধ চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগীরা মনে করে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি ও এর সহযাত্রীদের মতে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হতে হবে। এ বিরোধের মীমাংসা কী, এ প্রশ্নের উত্তরে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও রাফসান গালিব


প্রথম আলো: আমরা অনেক সংকটের মধ্যে আছি, তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন। কীভাবে দেখছেন?


মাহবুবউল্লাহ: বাংলাদেশের এ মুহূর্তের সংকট হচ্ছে একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক। এমন যুগপৎ সংকটের সমাধান করা আসলে কঠিন হয়ে যায়। আমাদের এখানে নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা রকম প্রশ্ন আছে। বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এ রকম খারাপ অবস্থা কিন্তু অতীতে কখনো ছিল না। এটি ঠিক, বিভিন্ন সময়ে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য কায়দাকানুন করা হয়েছে। কিন্তু সেটি এখনকার মতো অতটা তীব্র ছিল না। এমন পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে সংকট উত্তরণে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনাও হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও