কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে আরও ৪১ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি

ঢাকা পোষ্ট চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৩:৪৮

চট্টগ্রাম নগরীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে ৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন।


তবে এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিআইটিআইডি কর্তৃপক্ষ। 


আক্রান্তদের মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে সিইপিজেড, হালিশহর, সল্টগোলা ও আশেপাশের এলাকার বাসিন্দা বেশি।


বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৮ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৩৪১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৫ জন রোগী চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 


তিনি আরও বলেন, গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে থেকে ৮১ জনের নমুনা নিয়ে পরীক্ষা করে ৩৬ জনের কলেরার জীবাণু পাওয়া গেছে। 


এছাড়া চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৯৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর ৭২ জন সুস্থ হয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও