কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৩০০ টাকা মজুরি দাবিতে ফের চা শ্রমিকদের আন্দোলন চাঙা

১২০ টাকা থেকে বেড়ে চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণের এক ঘণ্টার মধ্যে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন গত শনিবার সন্ধ্যা থেকে ফের মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭ চা বাগানে তিনশ টাকা মজুরি দাবিতে কর্মবিরতি বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে।

এদিকে ২১ আগস্ট পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক রাজদেব কৈরী ও যুগ্মআহ্বায়ক শ্যামল অলমিক দৈনিক ১৪৫ টাকা মজুরির প্রস্তাবকে প্রত্যাখান করেছেন। নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সময়ে দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে একজন শ্রমিকের কিছু হয় না। সেখানে পারিবারিক খরচ চালানো দুঃসাধ্য।’


বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, শনিবার বিকেলে চাপের মধ্যে ফেলে মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাবে রাজি করিয়ে কর্মবিরতি স্থগিতে ঘোষণা দেওয়ানো হয়। স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও শ্রমিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনের উপস্থিতিতে এ আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন