কংগ্রেসের দলীয় প্রধান কি গান্ধী পরিবারের বাইরে

প্রথম আলো ভারত প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৬:৩৩

দলীয় প্রধান কে হবেন, তা নিয়ে ভারতের কংগ্রেস দলে অচলাবস্থা দেখা দিয়েছে। দলীয় সূত্র এনডিটিভিকে বলছে, কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিতে রাজি হননি রাহুল গান্ধী। এ ব্যাপারে দলীয় সদস্যরা তাঁকে প্রভাবিত করতে চেষ্টা করেছিলেন, তবে তা সফল হয়নি।


শারীরিক অসুস্থতার কারণে সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্বপালন করতে চান না বলে আগেই জানিয়েছেন। সভাপতি হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নাম আলোচনায় থাকলেও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তাতে ভাটা পড়ে। গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতি হতে পারেন কি না তা নিয়ে আলোচনা রয়েছে।


২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর রাহুল গান্ধী পদত্যাগ করেন। এরপর দলীয় সদস্যরা অনুরোধ করলেও রাহুল গান্ধী পদে ফেরেননি।
শারীরিক অসুস্থতার কারণে সোনিয়া গান্ধীও কংগ্রেসের সভানেত্রী হিসেবে দায়িত্ব নিতে চান না। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর পরাজয়ের কারণে তাঁকে নিয়ে দল খুব বেশি আশাবাদী হতে পারছে না।


১৩৭ বছরের পুরোনো কংগ্রেস দল নেতৃত্বে এখনো গান্ধী পরিবারকেই দেখতে চায়। তবে দলীয় সূত্র বলছে, কংগ্রেসের প্রধান হিসেবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (৭১) নামও এসেছে। অর্থাৎ, ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো কংগ্রেসের সভাপতির নামের তালিকায় গান্ধী পরিবারের বাইরের কারও নাম এল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও