You have reached your daily news limit

Please log in to continue


সূচক বাড়লেও কমেছে লেনদেন

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, তিত্যাস গ্যাস এবং বিকন ফার্মাসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

সূচক বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে পুঁজিবাজারে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হলো। তবে তার আগের টানা চার কার্যদিবস পতন হয়েছিল।


ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ২৪ কোটি ৪৯ লাখ ১০৬৪টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১০১ কোটি টাকার বেশি।

নতুন সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে ১৩৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন