সাকিবের মাথায় বলের আঘাত!
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর আগেই দলে বড়সড় ঝাঁকুনি দিতে চাইছে বিসিবি। অধিনায়ক পাল্টানোর পর হেড কোচকেও সরিয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট পরামর্শক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।
এদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে চলছে এ খেলা।
১৭ সদস্যের স্কোয়াডের সবাই লাল ও সবুজ এ দুই ভাগে ভাগ হয়ে মাঠে নেমেছেন। যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সবুজ দলের আফিফ হোসেন ধ্রুব। দুই দলে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার।
গা গরমের ম্যাচে বিরাট বিপদেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রস্তুতি নিতেই পণ্ড হতে চলেছিল সব আয়োজন।
ম্যাচে মাথায় বলের আঘাত লাগে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব। তবে ভাগ্যক্রমে আঘাতটি গুরুতর ছিল না। পরে ফের নামেন ব্যাট হাতে। অপরাজিত থাকেন ৩৮ রানে। অর্থাৎ দুবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান।
- ট্যাগ:
- খেলা
- বলের আঘাত
- ক্রিকেট তারকা
- সাকিব আল হাসান