কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সবচেয়ে ওজনদার পান্ডাশাবক

চীনে একটি পান্ডাশাবকের জন্ম হয়েছে। জন্মের পরপরই শাবকটি সবার নজর কেড়েছে। অন্যান্য শাবকের তুলনায় এই পান্ডাশাবকের ওজন খানিকটা বেশি। বলা হচ্ছে, এটাই বিশ্বের সবচেয়ে ওজনদার বা ভারী পান্ডাশাবক।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সিচুয়ান প্রদেশে ৫ আগস্ট জায়ান্ট পান্ডা চুইচুইয়ের কোলজুড়ে এসেছে একটি শাবক।

এটির ওজন ২৭০ দশমিক ৪ গ্রাম। গবেষণাপ্রতিষ্ঠান চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর দি জায়ান্ট পান্ডা জানিয়েছে, এর আগে কখনো এত ভারী পান্ডাশাবকের জন্ম হয়নি। ২০২১ সালে যে ভারী পান্ডাশাবকের জন্ম হয়েছিল, সেটির ওজন ছিল ২৪৯ গ্রাম।

জায়ান্ট পান্ডা চুইচুইয়ের বাস চীনের সিচুয়ান প্রদেশের ওলং শেনশুপিং পান্ডা কেন্দ্রে।

চুইচুইয়ের বয়স ১৬ বছর। একেকটি জায়ান্ট পান্ডা সাধারণত ৩০ বছরের কিছু বেশি সময় বাঁচে। চার থেকে আট বছর বয়সের মধ্যে এসব পান্ডা প্রজনন সক্ষমতা অর্জন করে। ২০ বছর বয়স পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। ওজন হয় ৭০ থেকে ১২৫ কেজি।

আর জায়ান্ট পান্ডার একেকটি সদ্যোজাত শাবকের ওজন হয় ৮৫ থেকে ১৪০ গ্রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন