কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাউদি-বোল্টের আগুনে পুড়ে ছাই উইন্ডিজ, নিউজিল্যান্ডের সেঞ্চুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৯:৩৭

দুই ইনিংসের গল্পটা প্রায় এক। দুই ইনিংসেই শুরুতে পেসারদের তোপে লন্ডভন্ড টপঅর্ডার, পরের ব্যাটাররা মিলে দলকে নিয়ে গেলেন সম্মানজনক অবস্থানে। নিউজিল্যান্ডের স্বীকৃত ব্যাটারদের একজন রান পেয়ে খেললেন ৯৬ রানের ইনিংস, তাতেই হলো বাজিমাত, ম্যাচ জিতলো কিউইরা।


বিশ্বকাপ সুপার লিগে নিউজিল্যান্ডের উড়ন্ত যাত্রায় লাগাম টেনে ধরেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের কাছে ৫ উইকেটে হেরেছিল কিউইরা। ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলো না কেইন উইলিয়ামসনের দল, ৫০ রানের জয়ে সমতা ফেরালো সিরিজে। বার্বাডোজের কেনসিংটন ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ২১২ রান।


জবাব দিতে নেমে পাওয়ার প্লে'র দশ ওভারেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা। নবম উইকেটে রেকর্ড জুটিতে ব্যবধান কমে পরাজয়ের। তবু ১৬১ রানের বেশি করতে পারেনি তারা। এ জয়ে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি হলো নিউজিল্যান্ডের। মাত্র ১১ ম্যাচ খেলে দশ জয়ে ১০০ পয়েন্ট হয়ে গেলো তাদের। কিউইদের আগে পয়েন্টের সেঞ্চুরি করা অন্য চার দল হলো বাংলাদেশ (১২০), ইংল্যান্ড (১২৫), আফগানিস্তান (১০০) ও পাকিস্তান (১১০)। নিউজিল্যান্ডের দুই তারকা পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবীয়দের টপঅর্ডারের ওপর। দুজনের শুরুর স্পেলেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। যেখানে মাত্র ২৭ রান তুলতেই সাজঘরে ফিরে যান ছয় ব্যাটার। সাউদি-বোল্ট দুজনই নেন তিনটি করে উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও