![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnaogaon-pic-1-20220820085942.jpg)
মসজিদের ওজুখানা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় নূরানী জামে মসজিদের ওজুখানা তৈরিকে কেন্দ্র করে আকবর আলী (৭০) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমানকে (৬৫) আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার মিঠাপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই গ্রামের মৃত লাবানু মন্ডলের ছেলে এবং আটক ব্যক্তি একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে জুম্মার নামাজের পর বিকেল ৩টার দিকে ওই গ্রামের মিঠাপুর পুকুরপাড়া নূরানী জামে মসজিদের অজুখানা তৈরি নিয়ে আকবর আলী ও আব্দুর রহমানের মধ্যে তর্কবিতর্ক হয়। এতে করে সেখানে দুইটি পক্ষ তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে আব্দুর রহমান উত্তেজিত হয়ে আকবর আলীর গলা চেপে ধরে ধাক্কা দেন।