বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম ৬৪তম

বণিক বার্তা চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৮:৩০

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৬৪তম অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম সমুদ্রবন্দর। শিপিং সংক্রান্ত সবচেয়ে পুরনো সংবাদমাধ্যম লন্ডনভিত্তিক লয়েডস লিস্টের বৃহস্পতিবার প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। সংবাদমাধ্যমটি প্রতি বছরই বন্দরগুলোর কার্যক্রম পর্যালোচনা করে বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে। গতবারের মতো চলতি বছরও চায়নার সাংহাই বন্দর শীর্ষ বন্দরের তালিকা ধরে রেখেছে।


বন্দর সূত্রে জানা যায়, লয়েডস লিস্টের তালিকায় চট্টগ্রাম বন্দর গত বছর ছিল ৬৭তম স্থানে। সেখান থেকে তিন ধাপ এগিয়েছে এবার। এছাড়া ২০১৪ সালের তালিকায় ৮৬তম, ২০১৫ সালে ৮৭তম, ২০১৬ সালে ৭৬তম, ২০১৭ সালে ৭১তম, ২০১৮ সালে ৭০তম, ২০১৯ সালে ৬৪তম, ২০২০ সালে চট্টগ্রাম বন্দর ছিল ৫৮তম স্থানে।


লয়েডস লিস্টের ২০২২ সালের তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা ১০০ কনটেইনার পোর্টের তালিকায় প্রথম স্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর। এ নিয়ে টানা ১২ বছর শীর্ষস্থান ধরে রেখেছে বন্দরটি। এছাড়া দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর বন্দর ও তৃতীয় স্থানে চীনের নিংবো জওশান বন্দর। এরপর শীর্ষ ১১-এর তালিকায় ধারাবাহিকভাবে অবস্থান করছে চীনের শেনজেন বন্দর, জুয়াংজউ বন্দর, কিংডাও বন্দর, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর, চীনের তিয়ানজিন বন্দর, হংকং বন্দর, নেদারল্যান্ডসের রোটারডাম বন্দর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর, মালয়েশিয়ার পোর্ট ক্ল্যাং, চীনের জিয়ামেন, বেলজিয়ামের এন্টওয়্যার্প, মালয়েশিয়ার তানজুং পেলেপাস, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও