সিএনজি থেকে ফেলা মরদেহ যখন ‘সড়ক দুর্ঘটনা’

ঢাকা পোষ্ট আগারগাঁও প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ২২:১৬

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৬টা ১৪ মিনিট ২৬ সেকেন্ড। ঠিক এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীত পাশে ফুটপাতের সামনে দাঁড়ায়। 


এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে বাইরে আসেন এক নারী। তার হাতে একটি ব্যাগ। একই সময় বাম দিকের দরজা খুলে বের হন এক পুরুষ। ওই দুজনকে তখন সিএনজির পেছনে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায়। তারা এদিক-ওদিক নজর বুলিয়ে নেন। এ সময় দুজন পথচারী ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা সিএনজি অতিক্রম করে সামনে যেতেই ওই নারী সিএনজিতে না উঠে পেছন দিক দিয়ে চলে যান। আর তখনই ওই পুরুষ সিএনজির বাম দিকের দরজা দিয়ে একটি মরদেহ ফুটপাতের ওপরে ফেলে দ্রুত চলে যান। মাত্র দুই মিনিটের মধ্যে ঘটা এ দৃশ্য ধরা পড়ে একটি সিসি ক্যামেরায়। যা ঢাকা পোস্টের হাতে এসেছে।


পরে, সকাল ৭টার দিকে খবর পেয়ে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে পুলিশের ধারণা, এটি একটি সড়ক দুর্ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও