পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি ভারতের ১১ অঞ্চলে
ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি। তবে বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে এগিয়ে পুরুষেরাই। ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে–এনএফএইচএস পরিচালিত এক জরিপ থেকে এই তথ্য জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এনএফএইচএস ভারতের ১ লাখ ১০ হাজার নারী এবং ১ লাখ পুরুষের ওপর এই জরিপ পরিচালনা করে। আর এই জরিপ থেকেই দেখা যায়, ওই সব এলাকায় পুরুষের চেয়ে নারীদের যৌনসঙ্গী বেশি।
ওই ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলো—রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু–কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং তামিলনাড়ু। এসব এলাকা এবং রাজ্যের মধ্যে রাজস্থানের নারীরাই সবচেয়ে বেশি হারে যৌনসঙ্গী রাখেন। রাজ্যটির একজন নারী গড়ে ৩ দশমিক ১ জন পুরুষ যৌনসঙ্গী রাখেন। বিপরীতে রাজ্যটির একজন পুরুষ যৌনসঙ্গী ১ দশমিক ৮ জন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যৌন সম্পর্ক
- যৌনসঙ্গী