কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পোড়া দাগ ও যন্ত্রণা কমাতে ঘরোয়া প্রতিকার

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৬:২০

রান্না করার সময় হঠাৎ হাতে গরম তেল ছিটকে পড়তে পারে । গরম পানি বা ভাতের ফ্যান গালতে গিয়েও অনেক সময় ছ্যাঁকা লাগে। আবার গরম কড়াই বা খুন্তির ছ্যাঁকা  খেতে পারেন। ছ্যাঁকা লাগলেই ফোসকা পড়ার শঙ্কা যেমন থাকে তেমনি অসম্ভব জ্বালা-যন্ত্রণাও হয়। পুড়ে যাওয়া স্থানে বিশ্রী দাগও হয়ে যায়। এসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হাতের কাছে বারনল নাও থাকতে পারে। এই সময়ে কোন কোন ঘরোয়া জিনিস এই সমস্যা থেকে স্বস্তি দিতে পারে জেনে নিন


মধু : মধু পোড়া, কাটাসহ নানা সমস্যায় খুব ভালো কাজ দেয়। মধুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ছোটখাটো পোড়া দাগ সারাতে দারুণ কার্যকর। প্রদাহ কমাতেও সাহায্য করে। পোড়া স্থানে মধু লাগিয়ে রাখুন কিছুক্ষণ, স্বস্তি পাবেন। তাছাড়া, পোড়া জায়গায় নিয়মিত মধু প্রয়োগ করলে সময়ের সঙ্গে সঙ্গে দাগ হালকা হতে থাকবে।


অ্যালোভেরা : পোড়া দাগ কমাতে অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল মলমের মতো করে কিছুক্ষণ পোড়া ত্বকে মালিশ করুন। তারপর ৩০ মিনিট জেলটি লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে জ্বালা ভাব থেকেও রেহাই পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও