৯৮ বল হাতে রেখেই জিতল বাবর আজমের পাকিস্তান

যুগান্তর প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৪:২৩

আগের ম্যাচে তবু লড়াই জমেছিল, দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না নেদারল্যান্ডস। 



ভিভিয়ান কিংমাকে মিডউইকেট দিয়ে ছক্কায় উড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আগা সালমান। শেষটা যেমন ছিল দাপুটে, ম্যাচ জুড়ে এমনই আধিপত্য ছিল পাকিস্তানের। 


রটারডামে বৃহস্পতিবার হারিস রউফ, মোহাম্মদ নওয়াজদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডসকে ২০০ করতে দেয়নি পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়ায় ৯৮ বল হাতে রেখে ৭ উইকেটে অনায়াস জয় পেয়েছে বাবর আজমের দল। 


এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ঘরে তুলল পাকিস্তান। সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে পেল আরও ১০ পয়েন্ট। আফগানিস্তানকে পেছনে ফেলে তিনে উঠে এল পাকিস্তান।


আগের ম্যাচে পাকিস্তানের ৩১৪ রান তাড়ায় ২৯৮ রান করেছিল নেদারল্যান্ডস। কিন্তু এই ম্যাচে মুখ থুবড়ে পড়ল তাদের ব্যাটিং। গুটিয়ে গেল তারা স্রেফ ১৮৬ রানে।


আর ডাচদের ১৮৬ রানের জবাবে তিন ফিফটিতে ৩৩.৪ ওভারেই অনায়াস জয়ে তুলে নেয় পাকিস্তান। বাবর ৫৭ রানে থামলেও মোহাম্মদ রিজওয়ান ৬৯ ও আগা সালমান ৫০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও