You have reached your daily news limit

Please log in to continue


দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশের বাড়িতে সিবিআই অভিযান

ভারতের দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানে নেমেছে। এছাড়াও দিল্লি ও আশপাশের অঞ্চলে ২০টিরও বেশি জায়গায় আজ সকালে একযোগে তল্লাশিতে নেমেছে সিবিআই।   এনডিটিভি জানিয়েছে, দিল্লির আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। সিবিআই-এর একটি দল মণীশের বাড়িতে পৌঁছানোর পর তিনি এ ব্যাপারে টুইট করেন।

ওই টুইট বার্তায় তিনি লেখেন, সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ গড়ে তুলছি। দুর্ভাগ্যজনকভাবে এই দেশে (ভারতে) যে ভালো কাজ করে, তাকে ঠিক এভাবেই ঝামেলাতে ফেলা হয়। সেই কারণেই আমাদের দেশ এখনও এক নম্বর নয়। সিবিআই আমার বাড়িতে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন, সিবিআইকে স্বাগত জানাই। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আগেও তল্লাশি হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এখনও কিছু পাওয়া যাবে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন