You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগের জেরে শুক্রবার আবারও দুই দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরপতন হয়েছে। শুক্রবার সকাল ৬ টা ৫৮ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৬৮ সেন্ট অথবা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৯৫ দশমিক ৯১ ডলারে নেমেছে।

এর আগে বৃহস্পতিবার ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধিতে স্থির ছিল দাম। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৮৯ দশমিক ৮১ ব্যারেলপ্রতি। সেখানে কমেছে ৬৯ সেন্ট অথবা শূন্য দশমিক ৮ শতাংশ। যদিও এর আগের পর্বে দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির দিকে ছিল। সপ্তাহজুড়ে উভয় বেঞ্চমার্ক তেলের ২ শতাংশ দরপতন হয়েছে।

পণ্য বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেছেন, সাপ্তাহিক দরপতন কাছাকাছি ছিল। দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা তেলের দামের উর্ধ্বগতিকে সীমিত করবে বলেও জানান তিনি। মার্কিন অপরিশোধিত তেল রপ্তানি প্রতিদিন পাঁছ মিলিয়ন ব্যারেলে পৌঁছায় গত কয়েক সপ্তাহে, যা রেকর্ডের সর্বোচ্চ বলছে ইআইএ ডেটা। এছাড়া ডব্লিউটিআই ডিসকাউন্টে লেনদেন করছে বিদেশি ক্রেতাদের আগ্রহী করতে। রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপের ক্রেতারাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন