You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান গোতাবায়া

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি সেখানে স্ত্রী ও সন্তান নিয়ে স্থায়ী বসতি গড়তে চান। শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।


ব্যাপক গণবিক্ষোভের মুখে গত মাসে নিজ দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকেই তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান। কিছুদিন সিঙ্গাপুরে ‘ভিজিট ভিসা’ নিয়ে থাকার পর থাইল্যান্ডে পাড়ি জমান গোতাবায়া। এখন তিনি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন।


শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, গোতাবায়ার আইনজীবীরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার জন্য গত মাসে আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। কারণ তাঁর স্ত্রী লোমা রাজাপক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি গ্রিন কার্ডের আবেদন করার যোগ্য। গোতাবায়া নিজেও মার্কিন নাগরিক ছিলেন। তবে ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছিলেন।


গোতাবায়া রাজাপক্ষে সেনাবাহিনী থেকে আগাম অবসর নেওয়ার পর ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। সেখানে তিনি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মজীবন শুরু করেছিলেন। পরে ২০০৫ সালে তিনি আবার কলম্বোয় ফিরে আসেন।

৭৩ বছর বয়সী গোতাবায়া বর্তমানে তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। আগামী নভেম্বর পর্যন্ত তাঁর থাইল্যান্ডে থাকার প্রাথমিক পরিকল্পনা থাকলেও, তা বাতিল করেছেন। চলতি মাসের ২৫ তারিখেই তিনি শ্রীলঙ্কায় ফিরে আসবেন বলে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন