কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেমন হবে বারান্দার আসবাব?

প্রথম আলো প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১৮:৪২

সবার বাসাতেই এখন কমবেশি বাড়তি কুশন বা গদি থাকে। বারান্দার আয়তন যেমনই হোক না কেন, একটু আয়েশ করে সময় কাটানোর জন্য মেঝেতে বিছিয়ে নিতে পারেন এমন বড় কুশন বা গদি। যখন বারান্দা অন্য কোনো কাজে ব্যবহার করবেন, তখন কুশন উঠিয়ে রাখুন। বারান্দার এক দিকে মাটির চাঁড়িতে পানি দিয়ে কিছু গাছ বা লতাপাতা রেখে দিলে পরিপূর্ণ হবে বারান্দার সাজ।



একটু পুরোনো দিনের বাসার বারান্দায় হোগলাপাতা, বেত বা বাঁশের তৈরি মোড়া ব্যবহার করতে পারেন। এ ধরনের আসবাব যাতে বারান্দায় বৃষ্টির ছাটে ভিজে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকেই বারান্দায় প্লাস্টিকের আসবাব ব্যবহার করতে চান, যা বারান্দার সৌন্দর্য নষ্ট করে। বারান্দা ঘিরে থাকা সবুজ গাছগাছালির সঙ্গে প্লাস্টিকের আসবাব একেবারেই বেমানান।


বারান্দা যদি বেশি ছোট হয়, তাহলে ছোট গোলাকার কাচের টেবিল রাখুন। ছোট ছোট টি–পট, ফুলদানি আর কলম-ডায়েরি দিয়ে সাজিয়ে রাখা টেবিলেই জমে উঠতে পারে বিকেলের চায়ের আয়োজন। একটু যদি লেখালেখি বা গান শোনার অভ্যাস থাকে, তাহলে তো কথাই নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও