কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত ২১

সমকাল আফগানিস্তান প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১৭:১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।



বৃহস্পতিবার কাবুল পুলিশ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।



পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, বিস্ফোরণে আরও ৩৩ জন আহত হয়েছেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ভেঙে চুরমার হয়ে গেছে আশেপাশে থাকা ভবনের কাঁচ।



এখন পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি। কর্তৃপক্ষও কাউকে হামলার দায় এখনো চাপানোর চেষ্টা করেনি।


তালেবান বলছে, তারা যুদ্ধবিধ্বত দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


গোষ্ঠীটি কাবুল দখলে নেওয়ার পর থেকে সহিংসতার মাত্রাও কিছুটা কমেছে। তবে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে। যার মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।


বেসরকারি সংস্থা ইমার্জেন্সি এক বিবৃতিতে জানায়, তারা হাসপাতালে ২৭ জনকে ভর্তি করিয়েছে। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। যারা বিস্ফোরণে আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও