রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় আব্দুল মমিন (৩১) নামে এক ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা খুইয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আব্দুল মমিনের ভাই মোস্তাফিজুর রহমান জানান, তারা ভাই কুরিয়ার সার্ভিস ও গার্মেন্টস স্টক লটের ব্যবসা করেন। দুপুরের দিকে মোহাম্মদপুর থেকে টাকা তুলে বাসে করে বাড্ডার নতুন বাজারে দরকারি কাজে যাচ্ছিলেন। পথে অজ্ঞানপার্টির লোকেরা তাকে অচেতন করে কাছে থাকা প্রায় এক লাখ টাকা নিয়ে যায়। পরে তার ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আব্দুল মমিনের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে। তার বাবার নামে মো. আব্দুল মালেক। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আব্দুল মমিন নামে একজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অজ্ঞানপার্টি
- টাকা চুরি