লাখ টাকার প্রশ্নটা যে করা হবে, ভক্তরা যেমন জানতেন, তেমনি জানতেন দুই তারকাই। তবে উত্তর মিলবে কি না, সেটা জানা ছিল না ভক্তদের। কারণ, দুই বছর ধরে প্রশ্নটা যে কতবার করা হয়েছে তাঁদের, সেটা খোদ গণমাধ্যমকর্মীদেরও মনে আছে কি না সন্দেহ। তবে উত্তর যে প্রতিবারই একই এসেছে, সেটা মনে আছে সবারই। বহুলচর্চিত সেই প্রশ্ন হলো, ‘আপনারা কি প্রেম করছেন?’ উত্তরে সিদ্ধার্থ মালহোত্রা বা কিয়ারা আদভানি, দুজনই নেতিবাচক উত্তর দিয়েছেন। তবে করণ জোহরের ব্যাপারস্যাপারই আলাদা। তিনি বোধ হয় ভেবেছিলেন—পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। পণ করেছিলেন, ‘কফি উইথ করণ’-এ আসার পর যে করেই হোক মুখ খোলাবেন। নিজের চেষ্টায় সফল করণ।
তবে করণের সঙ্গে কথার মারপ্যাঁচে একা একাই লড়তে হয়েছে সিদ্ধার্থকে। কারণ, সিদ্ধার্থ শোতে গিয়েছিলেন আরেক অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। তবে কিয়ারা না থেকেও যেন ছিলেন। জনপ্রিয় চ্যাট শোর পরের একটি পর্বে হাজির হবেন কিয়ারা। সেই পর্বের একটি ভিডিও ক্লিপ সিদ্ধার্থকে দেখান করণ, যেখানে পরোক্ষভাবে সিদ্ধার্থর সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন অভিনেত্রী। বলেন, তাঁর ও সিদ্ধার্থের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি। এমনকি বলেন, তিনি বিয়ের জন্যও তৈরি! করণ জিজ্ঞেস করেন, কিয়ারার বাস্তব জীবন বর্তমানে যে অবস্থায় আছে, সেটা নিয়ে সিনেমা হলে নাম কী হতে পারে? প্রশ্ন শেষ করার আগেই কিয়ারা বলেন, ‘শেরশাহ’।
You have reached your daily news limit
Please log in to continue
অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন তাঁরা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন