![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252F7af723ab-2404-4831-bd06-a48c9f632d46%252Fmirza_ajam.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘দুর্নীতিবাজ’ কর্মকর্তার জন্য মির্জা আজমের ডিও লেটার, দুই মাস পর প্রত্যাহার
অনিয়মের কারণে শাস্তি পাওয়া প্রশাসনের একজন কর্মকর্তাকে পদায়নের জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম। দুই মাস পরে এসে গতকাল বুধবার সেই ডিও লেটার তিনি প্রত্যাহার করেছেন। এই কর্মকর্তা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাজমুন নাহার।
অসদাচরণ ও দিঘি বন্দোবস্তে অনিয়মের জন্য গত বছরের সেপ্টেম্বরে নাজমুন নাহারকে শাস্তি দেওয়া হয়। সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গ করায় তাঁর দুই বছরের বার্ষিক বেতন বাড়ানো স্থগিত রাখা হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জামালপুর-৩ আসনের সংসদ সদস্য। গত ১৭ জুন তাঁর স্বাক্ষরিত একটি ডিও লেটার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়। তাতে লেখা হয়, ‘বেগম নাজমুন নাহার ১৫তম ব্যাচের কর্মকর্তা আমার বিশেষ সুপরিচিত এবং স্নেহভাজন। তিনি দীর্ঘদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকার পর গত ৫ এপ্রিল পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন।