You have reached your daily news limit

Please log in to continue


র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে কাতার যাচ্ছে বাংলাদেশ

২১তম এশিয়ান অনূর্ধ্ব-২০ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শনিবার সকালে বাহরাইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ভলিবল দল।  আগামী ২২ থেকে ২৯ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইরাক। ১৮টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও কাজখস্তান নাম প্রত্যাহার করে নেয়ায় দল কমে এখন ১৭তে নেমে এসেছে। 

বাংলাদেশ প্রথম ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ২২ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে। বাংলদেশের দ্বিতীয় গ্রুপ ম্যাচ ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের ১৬ সদস্যের দল যাচ্ছে বাহরাইন। ১১ খেলোয়াড়ের সঙ্গে যাচ্ছেন ইরানী কোচ আলীপোর আরোজির। তার সহকারী হিসেবে যাচ্ছেন ৩ জন। দলে আছেন একজন ম্যানেজার ও একজন রেফারি। এই টুর্নামেন্টে ভালো ফলাফল করতে পারলে র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন